‘ইসরাইল-যুক্তরাষ্ট্রের জন্য নতুন চপেটাঘাত’

‘ইসরাইল-যুক্তরাষ্ট্রের জন্য নতুন চপেটাঘাত’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজা হত্যাকাণ্ড ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরাইল প্রমাণ করেছে তারা হিংস্র এবং সন্ত্রাসবাদী। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু এ কথা বলেছেন।

তিনি বলেন, তদন্তে বিরোধিতা প্রমাণ করে তারা অপরাধী। ইসরাইল জাতিসংঘ মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করার পর হামাস এ প্রতিক্রিয়া জানল।

ইসলাইল যুদ্ধপরাধ করছে মন্তব্য  করে হামাসের মুখপাত্র বলেছেন, সেনারা গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা যুদ্ধাপরাধ। গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় একশ'র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার কমিশন জেনেভায় এক বৈঠক থেকে এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইসরাইল কঠোরভাবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

তবে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং হামাস ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশান অব প্যালেস্টাইন (পিএফএলপি) জাতিসংঘ মানবাধিকার কমিশনের ওই সিদ্ধান্তকে দখলদার ইসরাইল ও আমেরিকার জন্য নতুন চপেটাঘাত হিসেবে বর্ণনা করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর