না ফেরার দেশে চলে গেলেন আম্পায়ার নাদির শাহ

না ফেরার দেশে চলে গেলেন আম্পায়ার নাদির শাহ

অনলাইন ডেস্ক

অবশেষে ক্যান্সারের কাছে হার মানলেন আম্পায়ার নাদির শাহ। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।  

হাসপাতালের বাকি আনুষ্ঠানিকতা শেষে নাদির শাহকে তার ধানমণ্ডিস্থ বাসায় নেওয়া হয়েছে। জুমার পর হবে জানাজা।

বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট তাদের সঙ্গে আছেন।

অনেকদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর আর মাঠে ফেরা হলো না তার।

আরও পড়ুন:

কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

দল ঘোষণার পর অধিনায়কত্ব ছাড়লেন রশিদ, নতুন অধিনায়ক ঘোষণা

এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়


পরিস্থিতি খারাপের দিকে গেলে গত ২৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন নাদির শাহ। সেখান থেকে আর ফেরা হলো না তার।

এর ২০০৬ সালে বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে নাদির শাহ-এর আম্পায়ারিং ক্যারিয়ার শুরু হয়। ৬ বছরে পরিচালনা করেছেন ৪০ ওয়ানডে ম্যাচ ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ।

news24bd.tv/ নকিব