বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত ছয় লক্ষাধিক

বিশ্বজুড়ে একদিনে করোনায় আক্রান্ত ছয় লক্ষাধিক

অনলাইন ডেস্ক

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৫৪৩ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ২১ জন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) করোনাভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

এ নিয়ে বিশ্বব্যাপী আক্রান্তের মোট সংখ্যা ২২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ৬৩২ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ২১ হাজার ১৬৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২০ কোটি ৬২ লাখ ৮ হাজার ১৬৪ জন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৬১ হাজার ১৫৬ জন এবং মারা গেছে ৬ লাখ ৭৪ হাজার ৫৪৭ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৪ জন। এবং মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ৪২ হাজার ৪৬ জন।

আরও পড়ুন:

কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

দল ঘোষণার পর অধিনায়কত্ব ছাড়লেন রশিদ, নতুন অধিনায়ক ঘোষণা

এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়


মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৫ হাজার ২০৫ জন।

news24bd.tv/ নকিব