ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

Other

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।  

শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।  

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদরের অজিত কুমার (৭৭) নামে একজন মারা যান।

 

এ ছাড়া ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে জামালপুরের দুইজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। তারা হলেন- জামালপুর সদরের আব্দুর রহমান (৫০), কামাল শেখ (৮০) ও ময়মনসিংহ সদরের নূর আহমেদ খান (৭০)।

আরও পড়ুন


নামকরণের সার্থকতা

নৌবাহিনী ও কোস্ট গার্ডকে মেটাল শার্ক ও ডিফেন্ডার টহল বোট উপহার যুক্তরাষ্ট্রের

ম্যাচ জিতেও অঝোরে কাঁদলেন মেসি

নিষ্ক্রিয়দের কমিটিতে স্থান না দিয়ে যোগ্যদের মূল্যায়ন করতে চায় বিএনপি


ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১০৫ জন। এর মধ্যে ৬ জন আইসিইউতে আছেন।

ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।  

এদিকে জেলায় এক দিনে ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.২৩ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

news24bd.tv এসএম