গোলের পর জার্সি তুলে সমালোচনার জবাব দিলেন নেইমার

গোলের পর জার্সি তুলে সমালোচনার জবাব দিলেন নেইমার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাইয়ের পেরুর বিপক্ষে জয়ের পর নিজেদের সমর্থকদের ওপরেই ক্ষোভ ঝাড়লেন নেইমার। ব্রাজিল সমর্থকদের কাছ থেকে তার আরও বেশি সম্মান পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।  

তিনি আরও বলেন, প্রতিনিয়ত আমাকে যেসব সমালোচনার মুখোমুখি হতে হয় তা স্বাভাবিক নয়।

পেরুর বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল ও এক অ্যাসিস্ট করে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে এই ক্ষোভ ঝাড়লেন তিনি।

বলিভিয়ার বিপক্ষে এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ে টানা ৮ ম্যাচ জিতলো ব্রাজিল।  

news24bd.tv

তবে ব্রাজিল জিতলেও নিজে বেশ খারাপ সময় কাটাচ্ছেন নেইমার। ম্যাচে সরাসরি দুই গোলেই অবদান রেখে নেইমার বলেন, প্রাপ্য সম্মান পেতে এই জার্সিতে আমাকে আর কী করতে হবে আমার জানা নেই।

তবে আজকের ম্যাচে এক গোল করে নেইমার গড়েছেন এক রেকর্ডও।

ব্রাজিলের জার্সিতে বাছাইপর্বে সর্বোচ্চ গোল এখন নেইমারেরই। অন্যদিকে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে নেইমারকে করতে হবে আর মাত্র ৯ গোল। কেননা ৬৯ গোল নিয়ে পেলের আর মাত্র ৯ গোল পেছনে আছেন তিনি।  

আরও পড়ুন:

বাড়িতে ঢুকে নায়িকার গলায় ছুরি ধরে সর্বস্ব লুটে নিল দুর্বৃত্তরা

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

টানা লোকসানে ভারতে ফোর্ডের কারখানা বন্ধের সিদ্ধান্ত

নৌবাহিনী ও কোস্ট গার্ডকে মেটাল শার্ক ও ডিফেন্ডার টহল বোট উপহার যুক্তরাষ্ট্রের


অবশ্য সমর্থকদের ওপর খুব একটা প্রসন্ন ছিলেন না তা বোঝা গেছে তার উদযাপনেই। জার্সি উপরে তুলে যে পেটের অ্যাবস দেখালেন তাও ছিলো কিছুদিন ধরে তার ভুঁড়ি নিয়ে সমালোচনার জবাব।

সূত্র- ইভিনিং স্ট্যান্ডার্ড

news24bd.tv/ নকিব