যে কারণে আজ কালো-ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা

যে কারণে আজ কালো-ব্যাজ পরে মাঠে নামবে টাইগাররা

অনলাইন ডেস্ক

আজ ভোরে না ফেরার দেশে চলে গেছেন আইসিসির প্যানেল আম্পায়ার নাদির শাহ (৫৭)। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন সাবেক এই ক্রিকেটার।

ক্রিকেট মাঠে দাপটের সঙ্গে বিচরণ করা এই আম্পায়ারের মৃত্যুতে মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)।  

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, নাদির শাহ এমন একজন ব্যক্তি যাকে সবাই শ্রদ্ধা করতো এবং ভালোবাসতো।

তিনি ক্রিকেটের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, নিজের দায়িত্ব পালন করেছে সততার সঙ্গে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

news24bd.tv

নাদির শাহর প্রতি শ্রদ্ধা জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। বোর্ডের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচের আগে নাদিরকে শ্রদ্ধা জানাতে দুই দলের ক্রিকেটাররা ১ মিনিট নীরবতা পালন করবেন।

সঙ্গে কালো ব্যাজ পরে খেলতে নামবে বাংলাদেশ দল।

news24bd.tv নাজিম