কল্যাণ পার্টিতে যোগ দিয়েছে এবি পার্টির ১৬ জন নেতাকর্মী

কল্যাণ পার্টিতে যোগ দিয়েছে এবি পার্টির ১৬ জন নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছে আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির অন্তত ১৬ জন নেতাকর্মী। আজ শুক্রবার বিকেলে মহাখালি ডিওএইচএসে কল্যাণ পার্টির কার্যালয়ে দলের চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহীমের সঙ্গে সাক্ষাৎ করে তারা যোগ দেন।  

এবি পার্টির এক জন যুগ্ম আহ্বায়ক ইংল্যান্ড প্রবাসী ড. সাহেদ চৌধুরীর নেতৃত্বে এই নেতাকর্মীরা যোগ দেন।
 
করোনা মহামারির ভেতরেই গেল বছর মে মাসে রাজধানীর একটি হোটেলে আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে প্রতিষ্ঠা করা হয় এবি পার্টির।

মূলত, জামায়াত ইসলামী থেকে বহিস্কৃত এবং স্বেচ্ছায় দলত্যাগী এমন নেতাকর্মীদের নেতৃত্বে গঠন করা হয় দলটি।

জামায়তপন্থী পেশাজীবিদের সংগঠন জাতীয় পেশাজীবি ফোরামের সাবেক সভাপতি সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করে এবি পার্টি।  

বছর খানেক না যেতেই ঐ কমিটির দু'জন শীর্ষস্থানীয় নেতার নেতৃত্বে কল্যাণ পার্টিতে যোগ দেন ১৬ নেতাকর্মী। কল্যাণ পার্টিতে যোগ দেয়া এদের কয়েকজন জামায়াত ইসলামীর রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

আরও পড়ুন:


সংক্রমণ বাড়লে আবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্কুল খোলার পর যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস!

রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

আজ চিত্রনায়িকা পপির জন্মদিন, কত বছরে পা রাখলেন?


NEWS24.TV / কেআই