একদিন পর খুলছে স্কুল-কলেজ, স্বাস্থ্য‌বি‌ধি নি‌শ্চি‌তে চল‌ছে তোড়‌জোড়

Other

সরকারি নির্দেশনায় আগামী ১২ই সেপ্টেম্বের খুলছে স্কুল-কলেজ। স্বাস্থ্যবিধি মেনে সকল প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতদিন বাদে প্রিয় মুখগুলো দেখার আশায় শিক্ষকদের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মচারীরাও।  

১২ ই সে‌প্টেম্বর খুল‌ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্র‌তিষ্ঠান।

শিক্ষার্থী‌দের উপ‌স্থি‌তি‌তে আবা‌রো প্রাণ ফিরে পা‌বে স্কুল-ক‌লেজ। আর এজন্যই সকল প্রস্তু‌তি সম্পন্ন কর‌ছে শিক্ষাঙ্গণগু‌লো।

রাজধানীর সি‌টি ক‌লেজ। হা‌তে আছে দুইদিন, আর তাই চল‌ছে শেষ মুহূ‌র্তে ধোয়া মোছার কাজ।

স্বাস্থ্য‌বি‌ধি নি‌শ্চি‌তের ব্যাপা‌রেও চল‌ছে তোড়‌জোড়। প্র‌তিষ্ঠান‌টির অধ্যক্ষ জানান, অভিভাবক‌দের সা‌থে বৈঠক ক‌রে সকল ধর‌ণের প্রস্তু‌তি সম্পন্ন কর‌ছেন তারা।

এদিকে রাজধানীর অন্যান্য স্কুল ক‌লে‌জের প্রস্তু‌তিও সম্পন্ন হ‌য়ে‌ছে এরই মধ্যে। শিক্ষক‌দের ক্লাস নেয়ার সময় নির্ধারণ, ক্লাস রু‌টিন তৈ‌রি নি‌য়ে এখন চল‌ছে শেষ মুহূ‌র্তের তদার‌কি।

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর খুল‌ছে শিক্ষা প্র‌তিষ্ঠান। এতদিন বা‌দে প্রিয় মুখগু‌লো দেখার আশায় উচ্ছ্ব‌সিত সং‌শ্লিষ্ট কর্মচা‌রীরাও।

ক‌রোনা মহামারীর দাপ‌টে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করা হয় দে‌শের সকল শিক্ষা প্র‌তিষ্ঠান।

news24bd.tv নাজিম