চিত্রা হরিণ গিলে প্রাণ হারল অজগর

চিত্রা হরিণ গিলে প্রাণ হারল অজগর

অনলাইন ডেস্ক

অতিরিক্ষ ক্ষুধার যন্ত্রণায় ১৫ ফুটের দীর্ঘ অজগর সাপ একটি আস্ত চিত্রা হরিণ গিলে ফেলেছিল। আর এটি হজম করতে না পেরে অচেতন অবস্থায় কয়েকদিন পড়ে থেকে প্রাণ হারিয়েছে সাপটি। তবে ওই অবস্থায় পড়ে থাকলেও সেলফি তুলতে ছাড়েননি সাধারণ মানুষ।  

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গে ডুয়ার্সের জঙ্গলে অজগর সাপটি মৃত অবস্থায় পাওয়া যায়।   ১৫ ফুটের দীর্ঘ অজগর সাপটি একটি চিত্রা হরিণ খেয়ে ফেলে।   নিজের শরীরের চেয়ে কয়েক গুণ বড় ওই হরিণটিকে খাওয়ার পর আর নড়তে পারেনি।   পরে পেট ফুলে ওই অবস্থায় কয়েক দিন একই জায়গায় পড়ে থাকে।

   সোমবার রাতেই ওই সাপটি মারা যায়।   বন বিভাগ ময়নাতদন্তের জন্য অজগরের পেট কাটলে হরিণটির দেহাবশেষ পাওয়া যায়।


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


 

স্থানীয় বাসিন্দা রাব্বানি হোসেন জানান, গত দুই দিনে বহু মানুষ মৃতপ্রায় অজগরটিকে দেখতে খয়েরবাড়ির জঙ্গলে আসেন। অনেক ছবি তোলা হয়েছে। কিন্তু বন বিভাগ অজগরের চিকিৎসার কোনো উদ্যোগ নেয়নি।

news24bd.tv/আলী