ফুটবল কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙলেন মেসি

অনলাইন ডেস্ক

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড ভাংলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বে মেসির হ্যাট্রিকে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর তাতে পেলের ৭৭ গোলের রেকর্ড পেছনে ফেলে কনমেবল অঞ্চলের দেশ গুলোর মধ্যে সর্বোচ্চ ৭৯ গোলর মালিক এখন মেসি।   এদিকে অপর ম্যাচে পেরুরি বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

আর ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছেন উরুগুয়ে।  

বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে ঘরের মাঠে খর্ব শক্তির দল বলিভিয়াকে আতিথ্য দিয়েছিলো আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিলো আলবিসেলেস্তাদের। ফলস্বরুপ ম্যচের ১৪ মিনিটেই লিড পায় স্বাগতিকরা।

প্যারেদেসের অ্যাসিস্টে গোলটি করেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। এই গোলের মধ্য দিয়ে পেলের ৭৭ গোলের রেকর্ড স্পর্শ করেন মেসি।

প্রথমার্ধে আর গোলের দেখা না পেলেও, ৬৫ মিনিটে নিজেরে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর এ গোলের মধ্য দিয়ে পেলেকে পেছনে ফেলে কনমেবল অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গোল দাতা বনে যান মেসি। ৭৭ গোল করে রেকর্ডটি এতদিন দখলে রেখেছিলেন পেলে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবারো বলিভিয়ার জালে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পুরন করেন ৩৪ বছর বয়সী এই খুদে জাদুকর। ফলে, আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির গোল সংখ্যা দাঁড়ালো ৭৯। আর, মেসির হ্যাট্রকের সুবাদেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

দিনের অপর ম্যাচে ঘরের মাঠে পেরুর মুখোমুখি হয় ব্রাজিল। কোয়ারেন্টিন ইস্যুতে দলের মুল একদাশের ৭জনকে ছাড়াই মাঠে নেমেছিলো সেলেসাওরা। এরপরো ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে তারা। মাচের ১৫ মিনিটে নেইমারের অ্যাসিস্টে রিবেওরিওর গোলে লিড পায় স্বাগতিকরা।

ম্যাচের ৪০ মিনিটে একক নৈপুণ্যে দারুন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


 

দ্বিতীয়ার্ধে বল দখলে রেখে পেরুর উপর চাপ অব্যাহত রাখে সেলেসাওরা। তবে, গোলের তেমন কোন সুযোগ তৈরী করতে পারেনি তারা। পাল্টা আ্ক্রমনে কিছুটা আক্রমন শানে পেরুও। তবে, মেলেনি কাঙ্খিত গোলের দেখা। ফলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এদিকে, দিনের অপর ম্যাচে গ্যাসটন পেরেইরো শেষ মুহুর্তের পমকে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।  

news24bd.tv/আলী