কুমিল্লায় পাথরবোঝাই ট্রাকের চাপায় রিকশায় থাকা ৩ জন নিহত

কুমিল্লায় পাথরবোঝাই ট্রাকের চাপায় রিকশায় থাকা ৩ জন নিহত

অনলাইন ডেস্ক

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবোঝাই ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন। এই ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ সেপেটম্বর) সকাল ৬টার দিকে ময়নামতি ইউনিয়নের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন - ময়নামতির কালাকচুয়া এলাকার রিকশাচালক ইসমাইল হোসেন, রিকশার যাত্রী মৌলভীবাজার জেলার জুড়ী এলাকার আবদুল আহাদ, একই এলাকার রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।

আরও পড়ুন


মাদারীপুরে কলেজ ছাত্রী অপহরণ মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

এসআইয়ের সঙ্গে পরকীয়ায় ঘর ছাড়লেন নারী, স্বামীর লিখিত অভিযোগ

কৌশানির খোলামেলা ছবিতে ‘অশালীন’ মন্তব্যের ঝড়!

ক্ষমা চাইলেন কানাডায় টক শো’র জন্য টাকা দাবি করা বাংলাদেশি বংশোদ্ভূত সেই প্রার্থী


এসআই আবদুর রহমান বলেন, কুমিল্লার দিকে যাচ্ছিল ওই পাথরবোঝাই ট্রাকটি। সাহেববাজার ময়নামতি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশাটির যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় ট্রাক রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালকসহ তিনজন নিহত হন।

তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফার্নিচার দোকেন ঢুকে পড়ে। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

news24bd.tv এসএম