পরমাণু বোমার জনককে নিয়ে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা

পরমাণু বোমার জনককে নিয়ে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা

অনলাইন ডেস্ক

দীর্ঘ ছয় বছর ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুইটি পরমাণু বোমা ফেলার মধ্য দিয়ে কয়েকদিনেই ফলাফল নির্ধারিত হয়ে যায়। আর এই পারমানবিক বোমার জনক মার্কিন পদার্থবিদ জে রবার্ট ওপেনহাইমার। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওপেনহাইমারের ভূমিকা নিয়েই সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন ক্রিস্টোফার নোলান।

এর আগে নোলানের সিনেমা ডানকার্ক-ও তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে।

তবে নতুন ছবিতে কারা অভিনয় করবেন এ ব্যাপারে কোন তথ্য জানাননি তিনি।

news24bd.tv

তবে এবার কোন স্টুডিওর সাথে চুক্তি করতে যাচ্ছেন তিনি তা নিয়েও শুরু হয়েছে কানাঘুষা। গত ২০ বছর ধরে ওয়ার্নার ব্রাদার্সের সাথে কাজ করে এলেও নোলানের সম্প্রতি মুক্তি পাওয়া ছবি টেনেট-এর মুক্তি নিয়ে স্টুডিওর সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়।

আরও পড়ুন:

কোহলিকে নিয়ে নিজের গোপন তথ্য ফাঁস করলেন নায়িকা

টানা লোকসানে ভারতে ফোর্ডের কারখানা বন্ধের সিদ্ধান্ত

পরীমণি অত্যন্ত মানবিক, তার ঋণ শোধ করা যাবে না: পরিচালক

গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে ইগ নোবেল পুরষ্কার জিতলেন গবেষকেরা


স্টুডিও ছবিটি করোনা মহামারীর মধ্যে রিলিজ করতে না চাইলেও নোলানের চাপে পড়ে ছবিটি মুক্তি দিতে বাধ্য হয়।

ফলে ব্যবসার বেশ বড় ক্ষতি হয় ওয়ার্নার ব্রাদার্সের। এছাড়া ওয়ার্নার ব্রাদার্সের ‘হাইব্রিড’ রিলিজ নিয়েও বিরূপ মন্তব্য করেছিলেন নোলান।

ফলে এবার অন্য স্টুডিওর মোড়কে দেখা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নোলানের আরেকটি ছবি।

news24bd.tv/ নকিব