রাতে রেড ডেভিলদের হয়ে রোনালদোর 'দ্বিতীয় অভিষেক'

রাতে রেড ডেভিলদের হয়ে রোনালদোর 'দ্বিতীয় অভিষেক'

অনলাইন ডেস্ক

চলতি ট্রান্সফার মৌসুমের সবচেয়ে বড় দুই খবর লিওনেল মেসির 'ঘর ছাড়া' ও রোনালদোর 'ঘরে ফেরা'। দীর্ঘ ১২ বছর পর নিজের সুপারস্টার হয়ে ওঠার প্রথম ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। সেই পুরোনো ক্লাবের হয়ে আজ নতুন করে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টারের ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ম্যাচে মাঠে নামছেন রোনালদো, নিশ্চিত করেছেন স্বয়ং ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার।  

news24bd.tv

তবে ম্যাচের শুরু থেকেই রোনালদো খেলবেন কিনা তা জানানি সুলেশার। রোনালদোর ক্যারিয়ারের শুরুতে তার সতীর্থই ছিলেন সাবেক ইউনাইটেড খেলোয়াড় সুলেশার।

রোনালদোর প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে সুলশার বলেন, ‘জুভেন্টাসের হয়ে প্রাক-মৌসুম সময়টা বেশ ভালো কেটেছে রোনালদোর।

জাতীয় দলের হয়েও ভালো সপ্তাহ কাটিয়েছে। আমাদের সঙ্গেও অনুশীলন করেছে। সে অবশ্যই মাঠে নামবে, এটা নিশ্চিত। ’

আরও পড়ুন:

কোহলিকে নিয়ে নিজের গোপন তথ্য ফাঁস করলেন নায়িকা

টানা লোকসানে ভারতে ফোর্ডের কারখানা বন্ধের সিদ্ধান্ত

পরীমণি অত্যন্ত মানবিক, তার ঋণ শোধ করা যাবে না: পরিচালক

গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে ইগ নোবেল পুরষ্কার জিতলেন গবেষকেরা


গত সপ্তাহেও পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন রোনালদো। ফলে রোনালদো শুধু ফিটই নয়, বরং দুর্দান্ত ফর্মেও যে আছেন তা বলাই যায়।

news24bd.tv/ নকিব