তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, সরকার প্রযুক্তি নির্ভর ডিজিটাল ভিলেজ গড়ে তোলার লক্ষে কাজ করছে। কৃষিতে আধুনিকায়ন করেছে সরকার। যার সুফল পাচ্ছে কৃষকরা।
চলনবিলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খননের ফলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পেয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চলনবিল হলরুমে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি প্রনোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে গৃষ্ম কালীন পেঁয়াজ, নাবী পাট বিজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব আরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান প্রমুখ।
পরে তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৪০ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দু'লক্ষ টাকার চেক প্রদান করেন।
আরও পড়ুন:
দুই মেয়েসহ মা নিখোঁজ উৎকন্ঠায় পরিবার
রশি দিয়ে বাধা প্রতিবন্ধী শহিদের বন্দী জীবন
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার রিদু নিহত
স্কুল খোলার পর যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস!
NEWS24.TV / কেআই