খোলপেটুয়া নদী বাঁধ ভেঙ্গে সাতক্ষীরার আশাশুনির ৫ গ্রাম প্লাবিত

খোলপেটুয়া নদী বাঁধ ভেঙ্গে সাতক্ষীরার আশাশুনির ৫ গ্রাম প্লাবিত

Other

তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙ্গে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৫ গ্রাম প্লাবিত হয়েছে।  

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারে পানি তীব্র চাপে উপজেলার প্রতাপনগর গ্রামের মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বন্যাতলা নামক স্থান বিকল্প রিংবাঁধ ভেঙে যায়।  

প্রথমে সামান্য জায়গা দিয়ে হু হু করে পানি লোকালয়ে প্রবেশ করে। পরে তা বড়ো আকার ধারণ করে প্রায় একশ ফুটের মত স্থান ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়।

আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বিএম মোস্তাকিম জানান, প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদী বন্যাতলা নামক স্থান থেকে রিং বাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর তালতলা, মাদার বাডড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

প্লাবিত এলাকার মধ্যে প্রতাপনগর পশ্চিম, মাদার বাড়িয়া গ্রামের কয়েক শ’বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে।

এলাকাবাসীর উদ্যোগে বিকল্প রিংবাঁধ আটকাতে সেচ্ছাশ্রমে কাজ করছে চলছে।

ভাঙন পয়েন্টে রিংবাঁধ দিয়ে পানি আটকানো সম্ভব না হলে সম্পুর্ণ প্রতাপনগর ইউনিয়ন আবারও প্লাবিত হবে।  

আরও পড়ুন:


দুই মেয়েসহ মা নিখোঁজ উৎকন্ঠায় পরিবার

রশি দিয়ে বাধা প্রতিবন্ধী শহিদের বন্দী জীবন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার রিদু নিহত

স্কুল খোলার পর যেভাবে চলবে প্রাথমিকের ক্লাস!


NEWS24.TV / কেআই