ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশ যেন মরণ ফাঁদ

Other

বেপরোয়া যান চলাচল ও দুর্ঘটনায় মরণফাঁদ হয়ে উঠেছে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশ। আহত হয়ে অনেকে সারাজীবনের জন্য পঙ্গু হচ্ছেন। শুধু চলতি বছরেই এই মহাসড়কে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ।  

অপ্রশস্ত-বেহাল সড়ক আর ট্রাফিক আইন মেনে না চলাই প্রবণতাই প্রধান কারণ বলছেন স্থানীয় মানুষ।

 

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশের আমতলা, বরিতলা, সৃষ্টিগরসহ বেশ কিছু এলাকা দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত। গেল মে মাসের মাঝামাঝিতে সৃষ্টিগড়ে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৪ জন প্রাণ হারান। জুন মাসে পাঁচদোনা এলাকায় কাভার্ড ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৬ জন।

বড় দুর্ঘটনার পাশাপাশি ছোট দুর্ঘটনায় অনেকেই মারা গেছেন কিংবা চিরতরে পঙ্গু হয়েছেন।

এসবের হিসেব অনেক সময় থাকে না।

দুই লেনের এই সড়ক দিয়ে কমপক্ষে ৮টি জেলার বাস চলাচল করে। এছাড়া শতাধিক উপজেলার মিনিবাস চলে। আছে আইন ভঙ্গ করে মহাসড়কে হাজারো ব্যাটারি রিক্সা ও ভ্যানের চলাচল। অনেক সময় ছোট এসব বাহনকে বাঁচাতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:


তালেবানরা মুক্তিযোদ্ধা: ডা. জাফরুল্লাহ

পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন: মেয়র আতিক

যে কারণে সরকারকে মোবারকবাদ জানালো হেফাজত


ট্রাফিক আইন থাকলেও তা মানতে দেখা যায় না চালকদের। পুলিশ বলছে, সামান্য লোকবল দিয়েই আইন অমান্যকারী ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে রূপান্তরে প্রস্তাব পাস হয় একনেকে। যদিও এর সুফল কবে মিলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে।

news24bd.tv নাজিম