দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল চাঙ্গা করতে ৩১ ডিসেম্বরের মধ্যেই জেলা উপাজেলায় কাউন্সিল শেষ করতে চায় জাতীয় পার্টি। পার্টি চেয়ারম্যা্ন জিএম কাদের বললেন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষেই নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
আপাতত একক নির্বাচনের প্রস্তুতি নিলেও, রাজনৈতিক জোটেও কোনো আপত্তি থাকবে না দলটির।
রাষ্ট্র ক্ষমতা থেকে নামার তিন দশকে জাতীয় পার্টির কাছে এখনো অধরা ক্ষমতার মসনদ।
সময়ের সঙ্গে এক জোটে আওয়ামী লীগ-জাতীয় পার্টি পথও চলছে এখনও। এরইমধ্যে ক্ষমতাসীনদের জোটভুক্ত থেকেই দশম সংসদে প্রথমবার হয়েছিলেন প্রধান বিরোধী দল। সবশেষ একাদশ সংসদেও আছেন সে ভূমিকায়।
আরও পড়ুন:
তালেবানরা মুক্তিযোদ্ধা: ডা. জাফরুল্লাহ
পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি
৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন: মেয়র আতিক
যে কারণে সরকারকে মোবারকবাদ জানালো হেফাজত
দ্বাদশ সংসদ নির্বাচনের এখনো ঢের সময় বাকি। এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। জাতীয় পার্টি চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল, আসছে নির্বাচনে কি পুরনো পথেই হাঁটছে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত দল?
জিএম কাদের জানান, দলকে আরো সংঘবদ্ধ করতে আগামী ফেব্রুয়ারির মধ্যে সারতে চান সব দলীয় কার্যক্রম।
একইসঙ্গে মাঠে সক্রিয় থাকতে চান রাজনীতি ও নির্বাচনেও।
news24bd.tv নাজিম