বগুড়ার শিবগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মুক্তার নামে ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুক্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার দুলা সরকারের ছেলে।
স্থানীয় লোকজন জানান, বিকেলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন:
তালেবানরা মুক্তিযোদ্ধা: ডা. জাফরুল্লাহ
পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি
৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন: মেয়র আতিক
যে কারণে সরকারকে মোবারকবাদ জানালো হেফাজত
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের চাপায় মুক্তার নামে এক শিশু নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। এছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
news24bd.tv নাজিম