আশাশুনিতে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

আশাশুনিতে বাঁধ ভেঙে পাঁচ গ্রাম প্লাবিত

Other

তীব্র জোয়ারে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙ্গে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৫ গ্রাম প্লাবিত হয়েছে।

আজ দুপুরের জোয়ারে পানি তীব্র চাপে উপজেলার প্রতাপনগর  গ্রামের মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বন্যাতলা নামক স্থান বিকল্প রিংবাঁধ ভেঙে যায়। প্রথমে সামান্য জায়গা দিয়ে হু হু করে পানি লোকালয়ে প্রবেশ করে। পরে তা বড়ো আকার ধারণ করে প্রায় একশ ফুটের মতো স্থান ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়।

আরও পড়ুন:


তালেবানরা মুক্তিযোদ্ধা: ডা. জাফরুল্লাহ

পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পন্ন: মেয়র আতিক

যে কারণে সরকারকে মোবারকবাদ জানালো হেফাজত


আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বিএম মোস্তাকিম জানান, প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদী বন্যাতলা নামক স্থান থেকে রিং বাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর তালতলা, মাদার বাড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে প্রতাপনগর পশ্চিম, মাদার বাড়িয়া গ্রামের কয়েক শ’ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। এলাকাবাসীর উদ্যোগে বিকল্প রিং বাঁধ আটকাতে স্বেচ্ছাশ্রমে কাজ করছে এলাকাবাসী।

ভাঙন পয়েন্টে রিংবাঁধ দিয়ে পানি আটকানো সম্ভব না হলে সম্পূর্ণ প্রতাপনগর ইউনিয়ন আবারও প্লাবিত হবে।  

news24bd.tv নাজিম