বিশ্বজুড়ে কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

বিশ্বজুড়ে কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৮৪ জন। এবং মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৩২ জনের।  

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে করোনার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত ২২ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৮৫৫ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪৬ লাখ ৩৮ হাজার ৫০২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২০ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯০ জন।

এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৬৬৮ জন।

মারা গেছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জন।

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

দীর্ঘ ১৮ মাস পর খুললো স্কুল-কলেজ

কানাডায় ৯/১১ এর বিশ বছর অতিক্রম নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ


ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন। মারা গেছে ৪ লাখ ৪২ হাজার ৬৮৮ জন। এছাড়া ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ৮৯ হাজার ১৬৮ জন। মারা গেছে ৫ লাখ ৮৬ হাজার ৫৯০ জন

news24bd.tv/ নকিব