পুলিশের পেজে অশালীন মন্তব্য, গ্রেপ্তারের পর যুবক তিনদিনের রিমান্ডে

পুলিশের পেজে অশালীন মন্তব্য, গ্রেপ্তারের পর যুবক তিনদিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

পুলিশের ফেসবুক পেজে অশালীন মন্তব্য করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।  

গ্রেপ্তারকৃত যুবকের নাম রমজান আলী। বয়স ২২।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রমজান ফটিকছড়ির লেলাং ইউনিয়নের লেলাং গ্রামের বাসিন্দা।

পুলিশ কর্মকর্তা কেশব চক্রবর্তী বলেন, গ্রেফতার রমজান আলীকে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে হাজির করা হয়। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম।

আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

দীর্ঘ ১৮ মাস পর খুললো স্কুল-কলেজ

কানাডায় ৯/১১ এর বিশ বছর অতিক্রম নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ


রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন। বিষয়টি নজরে আসলে ফটিকছড়ি থানায় পুলিশের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

news24bd.tv/ নকিব