দলিত ও আদিবাসীর জীবনমান উন্নয়নের তাগিদ

দলিত ও আদিবাসীর জীবনমান উন্নয়নের তাগিদ

Other

দলিত ও আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।  

রোববার (১২ সেপ্টেম্বর) রংপুরের আরডিআরএস মিলনায়তনে 'বাংলাদেশে দলিত ও আদিবাসীদের পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা ' শীর্ষক কর্মশালায় বক্তারা এ মন্তব্য করেন।

সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হেকস ইপারের আয়োজনে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।  

কর্মশালায় দলিত বা পেশার কারণে বৈষম্যের শিকার গোষ্ঠীসমুহ মেথর, ঝাড়ুদার, নাপিত, শব্দকর ছাড়াও বহুমাত্রিক বৈষম্যের শিকার মানুষ ও শোষিত-বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে হবে।

আমরা সবাই মানুষ। সবাই মিলে কাজ করলে দেশের ও সমাজের উন্নয়ন সম্ভব।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রনালয় থাকলেও সমতল ভূমির দলিত ও আদিবাসীর জীবনমানের উন্নয়ন অনেকটা পিছিয়ে রয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিলেও তারা পরিচয় সংকট, শাসন কার্যক্রমে অংশগ্রহণের সীমিত সুযোগ, মৌলিক মানবাধিকার না পাওয়া, নারীর পশ্চাৎপদতা, আর্থ সামাজিকভাবে অংশগ্রহণের সমানুপাতিক সুযোগ না থাকা, অস্পৃশ্যতা এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্বের অনুপস্থিতি সহ বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।

সংবিধানের ২৮(১,২) এবং ২৯(২) ধারা অনুযায়ী মৌলিক অধিকারের নিশ্চিত ও বৈষম্য না করার কথা বলেও এই জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছেন।

কর্মশালা থেকে রংপুর অঞ্চলের সমতলের দলিত ও আদিবাসীর বৈষম্যের বিষয়ে সাংবাদিকদের সুদৃষ্টি ও তাদের হয়রানির বিষয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।  

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে গাজী টিভির প্রধান নির্বাহী সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন:


রক্ত দিয়ে এরশাদকে লেখা প্রেমিকার চিঠি

জলাবদ্ধতা, রাস্তা খোঁড়াখুঁড়ি আর যানজটে নাকাল পূর্ব বাসাবোর বাসিন্দারা

চিড়িয়াখানায় বাড়তি আয়োজন হাতির ফুটবল খেলা


NEWS24.TV / কেআই