গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিরো আলম

অনলাইন ডেস্ক

আশরাফুল আলম ওরফে হিরো আলম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজীপুরের পূবাইলের একটি হাসপাতালে তার পায়ের অস্ত্রোপচার হয়েছে। ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান হিরো আলম নিজেই।

হিরো আলম জানান, মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

দশ দিন তাকে বিশ্রাম নিতে হবে। এখন আগের তুলনায় ভালো আছি।

তিনি বলেন, মানিকে মাগে হিতে গানটি গাওয়ার সময় টের পাই আমার পায়ের ব্যাথা। এরপরে দেখি সেটা ফুলে গেছে।

পূবাইলে শুটিংয়ে গিয়ে কাজ করতে পারিনি। হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন বিশ্রামে রয়েছি। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় এসেছি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন হিরো আলম। সিংহলী ভাষার এই গানটি গেয়েছেন শ্রীংলকার ইয়োহানি ডি সিলভা; তিনি দেশটির তরুণ শিল্পী, গীতিকার ও সংগীত প্রযোজক। হিরো আলমের এই গানটি নিয়ে ভারতেও বেশ ট্রল হচ্ছে। এমন একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন কলকাতার অভিনেতা রুদ্রনীল ঘোষ।  

আরও পড়ুন:


রক্ত দিয়ে এরশাদকে লেখা প্রেমিকার চিঠি

জলাবদ্ধতা, রাস্তা খোঁড়াখুঁড়ি আর যানজটে নাকাল পূর্ব বাসাবোর বাসিন্দারা

চিড়িয়াখানায় বাড়তি আয়োজন হাতির ফুটবল খেলা


NEWS24.TV / কেআই