ফ্লাইওভার থেকে বাইক নিয়ে ৪০ ফুট নীচে পড়ে যুবকের মৃত্যু

ফ্লাইওভার থেকে বাইক নিয়ে ৪০ ফুট নীচে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

শুনশান রাস্তায় বাইকের অবাধ গতি, ব্রীজ থেকে ছিটকে নিচে পড়ে গেলেন যুবক। শুনশান ফ্লাইওভার, অবাধ গতি, দুইই কাল হল। অকালে প্রাণ গেল যুবকের।  

তীব্র গতিতে মোটরবাইক ছুটিয়ে ফ্লাইওভার উপর থেকে ছিটকে পড়ে গেলেন বছর ২৩-এর যুবক।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কলকাতার বাটানগর আর জিঞ্জিরাবাজারের সংযোগকারী সম্প্রীতি ফ্লাইওভারে।  

নিহতের নাম সুদীপ মণ্ডল। গত শুক্রবার রাতে ফ্লাইওভারের উপরে তিনি তীব্র গতিতে বাইক চালাচ্ছিলেন।  

পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বাইকের গতি ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে তিনি নিচে ছিটকে পড়ে যান। প্রায় ৪০ ফুট নীচে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়।

জানা গেছে, যে বাইক সুদীপ মণ্ডল চালাচ্ছিলেন তার দাম ১.৬ লক্ষ রুপি। তাঁর অভিনব কায়দায় দামী দামী বাইক চালানোর শখ ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে।

বাইক নিয়ে ফ্লাইওভারের উপর থেকে যুবককে পড়তে দেখেছে স্থানীয়রা সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাতে লাভ হয়নি। পরে যুবকের গাড়ির লাইসেন্স ও কাগজ পত্র দেখে তাঁর বাড়িতে খবর দেন স্থানীয়রাই।  

পরিবারের লোকজনরা জানায়, কয়েক মাস আগেই ওই দামি বাইকটি কিনেছিলেন সুদীপ। ঘটনার দিন নতুন বাইক নিয়ে এক বন্ধুর বাড়ি গণেশ পূজায় গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:


রক্ত দিয়ে এরশাদকে লেখা প্রেমিকার চিঠি

জলাবদ্ধতা, রাস্তা খোঁড়াখুঁড়ি আর যানজটে নাকাল পূর্ব বাসাবোর বাসিন্দারা

চিড়িয়াখানায় বাড়তি আয়োজন হাতির ফুটবল খেলা


NEWS24.TV / কেআই