রেকর্ড বৃষ্টিতে ডুবে গেলো দিল্লি বিমানবন্দর

রেকর্ড বৃষ্টিতে ডুবে গেলো দিল্লি বিমানবন্দর

অনলাইন ডেস্ক

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ডুবে গেছে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের কিছু অংশ। গত শুক্রবার ভারতের রাজধানিতে ১০০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা গত ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর এনডিটিভির।

বার্তা সংস্থা এএনআই’র শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে পার্ক করে রাখা বিমান যেখানে রাখা হয়েছে, সেই অংশ ডুবে গেছে।

খারাপ আবহাওয়ার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। ইন্ডিগো, স্পাইসজেটের মতো এয়ারলাইনগুলো বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের স্ট্যাটাস চেক করে আসার পরামর্শ দেয়। জারি করা হয় 'অরেঞ্জ অ্যালার্ট'।  

শনিবার ভারী বৃষ্টিপাতের কারণে দিল্লিমুখী অন্তত চারটি অভ্যন্তরীণ ফ্লাইট এবং একটি আন্তর্জাতিক ফ্লাইট প্রতিবেশী শহরগুলোর দিকে ঘুরিয়ে দেয়া হয় বলে জানিয়েছে বিমানবন্দরের কর্মকর্তারা।

এছাড়া দিল্লি থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে ইন্ডিগোর তিনটি ফ্লাইট বাতিল হয়ে যায়।

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

দীর্ঘ ১৮ মাস পর খুললো স্কুল-কলেজ

কানাডায় ৯/১১ এর বিশ বছর অতিক্রম নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

গরুর অভাবে ঘানি টেনে চলছে দম্পতির জীবনযুদ্ধ!


দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর এক টুইট বার্তায় জানায়, ‘হঠাৎ ভারী বৃষ্টিপাতে’ বিমানবন্দরের উন্মুক্ত অংশে পানি জমে গেছে। তবে সেই সমস্যা ‘সমাধান’ করা হয়েছে বলেও জানায় তারা।

news24bd.tv/ নকিব