প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব-পাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব-পাপন

অনলাইন ডেস্ক

আইপিএল খেলতে আজ রাতেই আরব আমিরাত যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও তার সঙ্গে ছিলেন।

রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সাকিব আল হাসান।

 

সেই ছবিতে দেখা যায় চেয়ারে বসা আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

ছবি শেয়ার করে সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় আমাদের বিসিবি সভাপতি পাপন ভাইয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি সম্মাননা সভা ছিল!’

news24bd.tv

আইপিএল খেলতে আজ রাত ১টা ৪০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে যাত্রা করবেন সাকিব। যাত্রায় তার সঙ্গী হবেন পেসার মুস্তাফিজুর রহমান।

বিশ্বকাপের আগে তারা দেশে ফিরবেন না।

আরও পড়ুন:


দুর্ভোগের শেষ নেই বাসাবো কদমতলার বাসিন্দাদের

ফ্লাইওভার থেকে বাইক নিয়ে ৪০ ফুট নীচে পড়ে যুবকের মৃত্যু

একসঙ্গে টিকা নিলেন যশ-নুসরাত

কারবালায় বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ আহত তিনজন


আইপিএল শেষে ওমানে দলের সঙ্গে যোগ দেবেন। সাকিব এবার আইপিএলে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন।

news24bd.tv নাজিম