ক্ষতি পুষিয়ে নিতে ফুল ক্ষেতে চলছে সবজি চাষ

Other

যশোরের গদখালী ও পানিসারা ইউনিয়নে ফুল ক্ষেতে সবজি চাষ শুরু করেছেন ফুল চাষিরা। তারা জানান, করোনা ও লকডাউনের কারণে গেল প্রায় দেড় বছর ধরে ফুল চাষ করে লোকসান গুণতে হচ্ছে তাদের। এ অবস্থায় লাভের আশায় বিভিন্ন ধরণের সবজি উৎপাদন করছেন।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের ফুল চাষিরা সারা বছরই  ফুল উৎপাদন করে।

বিভিন্ন দিবসে ফুল বিক্রি করে লাভও করে। তবে এ বছরের চিত্রটা ছিল ভিন্ন। করোনা ও লকডাউনের কারণে কাঙ্খিত ফুল বিক্রি হয়নি। এতে লোকসান গুণতে হচ্ছে চাষিদের।
আর ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ফুল ক্ষেতে সবজি চাষ শুরু করেছেন অনেকে।  

ফুলের ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। ফুলের জমিতে সবজি চাষের জন্য কৃষকদের সব ধরণের সহায়তা করা হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা।

যশোর জেলায় দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন প্রায় ৬ হাজার কৃষক।  

news24bd.tv নাজিম