ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের মো. রফিক (২৭)।

এ ঘটনায় পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন-৯ এর উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: 


টঙ্গী রেল ক্রসিংয়ের পাশে যুবকের মরদেহ

সিলেট-৩ আসন থেকে নির্বাচিত হাবিবের শপথ গ্রহণ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

আত্রাই নদীতে গোসলে নেমে স্বামী-স্ত্রী নিখোঁজ


NEWS24.TV / কেআই