যেসব বিষয় মাথায় রেখে পুরনো স্মার্টফোন কিনবেন!

যেসব বিষয় মাথায় রেখে পুরনো স্মার্টফোন কিনবেন!

অনলাইন ডেস্ক

বাজেট কম অথবা অন্যান্য কারণে অনেকে পুরনো স্মার্টফোন কিনে থাকেন। কিন্তু এই ধরনের ফোন কেনার অল্প কিছু দিন পরই বিগড়ে যায় ফোন। কিন্তু একটু সতর্ক হলেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

পুরনো বা অন্যের ব্যবহার করা স্মার্টফোন কেনার আগে কী কী জিনিস দেখে নেবেন জেনে নিন-

১) ফোনটির গায়ে কোনও চিহ্ন আছে কি না, ভাল করে দেখে নিন।

আঘাতের চিহ্ন থাকলে বুঝবেন যে, ফোনের যন্ত্রাংশের ক্ষতি হয়ে থাকতে পারে।

২) চার্জারের সঙ্গে জুড়ে ভাল করে দেখে নিন, ফোন চার্জ হচ্ছে কি না। হেডফোন বা ইয়ারফোনের জ্যাকও পরীক্ষা করে নিন।

৩) দেখে নতুন বলে মনে হলেও অনেক পুরনো ফোনের টাচস্ক্রিনই কাজ করে না।

হয়তো পুরনো টাচস্ক্রিন ভেঙে যাওয়ার পরে নতুন স্ক্রিন লাগিয়ে আগের ব্যবহারকারী ফোনটি বিক্রি করছেন। তাই ফোনটি কেনার আগে স্ক্রিনে টাইপ করে দেখে নিন কোনও অসুবিধা হচ্ছে কি না।

আরও পড়ুন: 


সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করবে ইরান-ইরাক

দ্বিতীয় বিয়ে করে সত্যিই 'সারপ্রাইজ' দিলেন মাহি

সরকারি চাকরির সুযোগ, বেতন স্কেল ২২,০০০

মোদির উপহারের আরও ২৯টি অ্যাম্বুল্যান্স দেশে এসে পোঁছাল

৪) ক্যামেরা স্মার্টফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। সেটিও ঠিক করে কাজ করছে কি না কেনার আগে ভাল করে দেখে নিন।

news24bd.tv রিমু    

এই রকম আরও টপিক