৯৯৯ এ ফোন কলে ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার

৯৯৯ এ ফোন কলে ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সিলেটের শাহপরান থানাধীন সবুজ (ছদ্মনাম) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে জানায় যে, তার বসতবাড়ির ঘরের পাশে একটি বড়সড় অজগর সাপের দেখা গেছে।  

সাপটিকে মারার জন্য আশেপাশের লোকজন উদ্যেত হলে কলার ৯৯৯ এ কল করে নিজেদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা ও সাপটি উদ্ধারের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শাহ পরান থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানোর নির্দেশ প্রদান করে। সংবাদ প্রাপ্তির পর এসআই পলাশ কানুর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

 

অন্যদিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ সিলেট বন বিভাগের সাথে যোগাযোগ করে সাপটি উদ্ধারের বিষয়ে অনুরোধ করা হয়।  

সিলেট বন বিভাগ ৯৯৯ থেকে সংবাদ পেয়ে স্থানীয় একটি রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করেন। পরবর্তীতে রেসকিউ টিমের সহায়তায় ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করে খাদিম নগর জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হয়।

আরও পড়ুন: 


স্কুলের আলমারিতে মিলল ব্যালট পেপারের মুড়ি

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারিসহ ৫ নেতা রিমান্ডে

ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা আটক

তালেবান নেতৃবৃন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


NEWS24.TV / কেআই