আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার গাছ

Other

যশোর জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন সড়ক থেকে উদ্ধার কাঠ পড়ে আছে। বিক্রি হচ্ছে না, নষ্টও হচ্ছে রোদ বৃষ্টিতে। জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, আমলাতান্ত্রিক জটিলতাসহ বেশকিছু কারণেই এ বেহাল দশা।  

যশোর জেলা পরিষদের চত্বরে এভাবেই পড়ে আছে কোটি কোটি টাকার গাছ।

পুড়ছে রোদে, ভিজছে বৃষ্টিতে। এতে নষ্ট হচ্ছে কাঠের গুণগত মান।

বর্তমানে যশোর জেলা পরিষদের ৮ কোটি ২০ লাখ টকা মূল্যের ৬০ হাজার ঘনফুট কাঠ বিক্রির অপেক্ষায়। এছাড়া, মনিরামপুর, কেশবপুর ও  চৌগাছায় পড়ে আছে প্রচুর গাছের গুঁড়ি।

 

এর মোট পরিমাণ ৬০ হাজার ৮শ’ ১১ ঘনফুট। ডালপালা ও জ্বালানি কাঠ রয়েছে আরও ৫শ’ মণ। এসব কাঠ যশোর-ঝিনাইদহ, যশোর-মাগুরা, রাজারহাট-চুকনগর সড়ক ছয় লেন করার প্রয়োজনে উপড়ে ফেলেছিলেন সংশ্লিষ্ট ঠিকাদার। পরবর্তীতে জেলা পরিষদ সংগ্রহ করে পরিষদ প্রাঙ্গনে সংরক্ষণ করে।

জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা, গাছের অবমূল্যায়ন, টেন্ডার প্রক্রিয়ায় জটিলতাসহ বিভিন্ন কারণে কাঠের এই অবস্থা।

আর্থিক ক্ষতি এড়াতে গাছগুলো দ্রুত বিক্রির দাবি সংশ্লিষ্টদের।

আরও পড়ুন: 


স্কুলের আলমারিতে মিলল ব্যালট পেপারের মুড়ি

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারিসহ ৫ নেতা রিমান্ডে

ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গা আটক

তালেবান নেতৃবৃন্দের সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


NEWS24.TV / কেআই