সৈকতে বিধি লঙ্ঘন, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

সৈকতে বিধি লঙ্ঘন, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা

অনলাইন ডেস্ক

সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া বাইরে থাকায় অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ। গত ৮ সেপ্টেম্বর সৈকতে মাস্ক ছাড়া ছিলেন তিনি। তার এ অবস্থায় ছবি তুলে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন।  

দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম।

এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না। ’

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

রক্ত দিয়ে এরশাদকে লেখা প্রেমিকার চিঠি

যে কারণে স্ট্যাপলার পিন মুক্ত হচ্ছে না টাকার বান্ডিল

'ছেলেদের সাথে বসা যাবে না, মানতে হবে ড্রেসকোড'


একজন প্রত্যক্ষদর্শী জানান, মাস্ক ছাড়াই টনি অ্যাবট তার এক বন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। এর আগে মাস্ক না পরায় দেশটির উপপ্রধানমন্ত্রীকেও জরিমানা করা হয়।

news24bd.tv/ নকিব