বাগাতিপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাগাতিপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Other

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে ষোল হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সকাল ১১টার দিকে উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সবুজ কেক হাউজকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৫১ ধারা মোতাবেক ছয় হাজর টাকা ও একই এলাকায় নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করে খাদ্য তৈরির অপরাধে ৪২ ধারা মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করেন।

এসময় সহকারী পরিচালক শামসুল আলম জানান, প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জেলার প্রত্যেকটি এলাকায় অভিযান চালাচ্ছেন।

 

আরও পড়ুন:


শিগগির নিয়ন্ত্রণে আসছে ফেসবুক টুইটার ইউটিউব

ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষের জবাবদিহি চান এসপিরা

গাবতলী বেড়ীবাঁধ এলাকায় উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান


তারই অংশ হিসাবে আজ ১৩ সেপ্টেম্বর সোমবার দয়ারামপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক শামসুল আলম। অভিযানে সহায়তা করেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক।

news24bd.tv নাজিম