পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার আটপাড়ায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে সহ আহত হয়েছেন কমপক্ষে চারজন। গুরুতর আহত ষাটোর্ধ্ব তোফাজ্জল হোসেনকে রোববার রাতেই আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সোমবার চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন।
রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের যাদপপুর গ্রামে।
আরও পড়ুন:
এসএসসি-এইচএসসির পরীক্ষা ও ফলাফলের নতুন নিয়ম
ওয়ানডে ও টি-টোয়েন্টি রোহিত শর্মার কাঁধে
৯৩০ মাইল পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাছ
এসময় কর্তব্যরত চিকিৎসক ইছহাক আলী প্রাথমিকভাবে মাথায় প্রায় ২০টির মতো সেলাই দিয়ে রক্তক্ষরণ কিছুটা বন্ধ করে তোফাজ্জল হোসেনকে ময়মনসিংহ পাঠান।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, তদন্ত করে মূল অপরাধীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv তৌহিদ