আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় রুট

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় রুট

অনলাইন ডেস্ক

বছরটাই স্বপ্নের মতোই কাটছে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের। আগস্ট মাসটা কেটেছে আরও দুর্দান্ত। ফলাফল পেলেন হাতেনাতে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিবেচনায় ছেলেদের বিভাগে আগস্ট মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন তিনি।

 

দুই ফাস্ট বোলার, ভারতের যশপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন রুট।   নারীদের বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ইমার রিচার্ডসন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থাটি আজ পুরুষ ও নারীদের বিভাগে গেল মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে।

আরও পড়ুন:


বাংলাদেশে যারা গান শেখে, তাদের কোনো স্বপ্ন আছে কী?

তারকারা সবাইকে আনন্দে রাখেন, কিন্তু তাদের অনেকের জীবন কষ্টে ভরপুর

রাতের রাজা বা কোনো জ্বিনকে আটক করা যাবে না


গত মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রুটের ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরি।

তিন ম্যাচের পাঁচ ইনিংসে তার সংগ্রহ ৫০৭ রান।

দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেন রুট। অন্যদিকে নারীদের ক্যাটাগরিতে রিচার্ডসনের সাথে সেরার দৌড়ে ছিলেন আয়ারল্যান্ডের গেবি লুইস এবং থাইল্যান্ডের নাটয়া বুচথাম। এ বছরের শুরু থেকে প্রত্যক মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটার বাছাই করার নিয়ম চালু করে আইসিসি।

news24bd.tv নাজিম