এক নারীর তিন স্বামী, ভুক্তভোগী এক স্বামীর মামলা

Other

এক নারীর তিন স্বামী। প্রতারণার অভিযোগে চট্টগ্রামে প্রবাসী স্বামীর মামলা। নানান কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ স্বামীর। বিবাহ বিচ্ছেদসহ প্রতারণা রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ সমাজ বিজ্ঞানীদের।

 

কখনো তার নাম মিনু আক্তার আবার কখনো নাছনিন আক্তার সিমু আবার কখনো ফাতেমা খাতুন। ভিন্ন ভিন্ন নামে তিনটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রায় একই সময়ে ৩ পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এমন সব অভিযোগে ভুক্তভোগী এক স্বামী প্রবাসী ইমাম হোসেন চট্টগ্রাম আদালতে সম্প্রতি একটি মামলা দায়ের করেছেন।

ইমাম কাতারে অবস্থানকালে ফেসবুকে মিনুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়।

এরপর দেশে এসে ২০১৯ সালে ৬ ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হয়।

এর ২০ দিন পর কাতারে ফিরে যান ইমাম। পরে মনোমালিন্য হলেও নানা সময়ে স্ত্রীর জন্য তিনি প্রায় সাত লাখ টাকা পাঠান।


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


সমাজ বিজ্ঞানীরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ ছাড়া থামানো যাবে না এসব প্রতারণা।

পারিবারিক ও সামাজিক বন্ধন অটুট রাখতে নীতি নৈতিকতার চর্চা জরুরি বলছেন সমাজ বিশ্লেষকরা।

news24bd.tv/আলী