আইএইএর সঙ্গে তেহরানের সমঝোতাকে স্বাগত জানিয়েছে ইইউ

অনলাইন ডেস্ক

ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএর সঙ্গে তেহরানের সমঝোতাকে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

রোববার ইরানি পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত আইএইএ’র পর্যবেক্ষণ ক্যামেরাগুলো সার্ভিস করার পাশাপাশি সেগুলোর মেমোরি কার্ড প্রতিস্থাপন করতে দুপক্ষই সম্মত হয়েছে।  

এ কাজের জন্য শিগগির তেহরান সফরে আসবেন আইএইএর পরিদর্শকরা। তেহরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে সমঝোতাটি ইতিবাচক ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক উপপ্রধান এনরিকো মুরা।

 

আরও পড়ুন:


বাংলাদেশে যারা গান শেখে, তাদের কোনো স্বপ্ন আছে কী?

তারকারা সবাইকে আনন্দে রাখেন, কিন্তু তাদের অনেকের জীবন কষ্টে ভরপুর

রাতের রাজা বা কোনো জ্বিনকে আটক করা যাবে না


এদিকে, তেহরান থেকে ভিয়েনায় পৌঁছে আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসিও জানিয়েছেন, মতপার্থক্য নিরসনের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিতে দুইপক্ষ সম্মত হয়েছে।

news24bd.tv নাজিম