হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই‌

হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই‌

অনলাইন ডেস্ক

এখন থে‌কে ইসলামি শরিয়াহ মোতাবেক হালাল পণ্যের সনদ দেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ বিএসটিআইয়ের সম্পাদক মঈনুদ্দীন মিয়া এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে গত ৯ সে‌প্টেম্বর শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গে‌জেট জারি করেছে।

গে‌জেটে বলা হয়েছে, প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ ও অন্যান্য সেবার জন্য বিএসটিআইয়ের পক্ষ থেকে হালাল সনদ দেওয়া হবে।

ক্ষুদ্র শিল্পে সনদ বা নবায়ন ফি এক হাজার টাকা। মাঝারি শিল্পে তিন হাজার ও বৃহৎ শিল্পের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ফি দিতে হবে।

news24bd.tv নাজিম