নির্বাচন ও সম্মেলনকে সামনে রেখে পূর্ণশক্তিতে মাঠে নামছে আওয়ামী লীগ

Other

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন ও সম্মেলনকে সামনে রেখে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সকল মেয়াদউত্তীর্ণ কমিটির সম্মেলন, সরকারের উন্নয়ন প্রচার এবং তারুণ্যকে সামনে রেখে আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। নিউজ টোয়েন্টিফোরকে এসব জানান দলটির কেন্দ্রীয় নেতারা।

মহামারী করোনার কারণে সাংগঠনিকভাবে স্থবির সময় পার করেছে আওয়ামী লীগ।

সাংগঠনিক কর্মকাণ্ডের বাইরে যেয়ে করোনা মোকাবেলায় দেশব্যাপী স্বেচ্ছাসেবক হয়ে কাজ করেছে মূল সংগঠনসহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো।

প্রায় বছর খানেক গেল ৯ সেপ্টেম্বর গণভবনে দলীয় সভানেত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওয়ার্কিং কমিটি বৈঠক। টানা পাঁচ ঘণ্টার বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে দলীয় নেতাদের  দিক নির্দেশনা দেন দলীয় প্রধান।

দ্রুত সময়ের মধ্যেই সাংগঠনিক সফরে নামবে আটটি সাংগঠনিক টিম।

চলতি বছরের মধ্যেই প্রেস কমিটি নয় সম্মেলনের মাধ্যমে পর্যায়ক্রমে ওয়ার্ড ইউনিয়ন থানা এবং জেলা সম্মেলন শেষ করবে আওয়ামী লীগ।

আরও পড়ুন:


বাংলাদেশে যারা গান শেখে, তাদের কোনো স্বপ্ন আছে কী?

তারকারা সবাইকে আনন্দে রাখেন, কিন্তু তাদের অনেকের জীবন কষ্টে ভরপুর

রাতের রাজা বা কোনো জ্বিনকে আটক করা যাবে না


তারুণ্যকে সামনে রেখেই আগামী নির্বাচনের ইশতেহার প্রস্তুত করতে নির্দেশনা দিয়েছেন দলীয় প্রধান। এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তৃণমূলের মতামতকে ।

সব ইউনিটের কমিটি প্রস্তত করেই যেকোন সময় জাতীয় সম্মেলন করার প্রস্ততি নিয়ে রাখছে আওয়ামী লীগ।

news24bd.tv নাজিম