১৭ হাজার কোটি টাকা আত্মসাত : রিমান্ডে এহসান গ্রুপের কর্তারা

অনলাইন ডেস্ক

১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আটক এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার ৪ ভাইয়ের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার পিরোজপুর মূখ্য মহানগর হাকিম আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে শুক্রবার তাদের আটক করে র‌্যাব।  

পিরোজপুর কেন্দ্রিক প্রতিষ্ঠান এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে অভিনব কৌশল নিয়েছিলেন।

 

আরও পড়ুন:


বাংলাদেশে যারা গান শেখে, তাদের কোনো স্বপ্ন আছে কী?

তারকারা সবাইকে আনন্দে রাখেন, কিন্তু তাদের অনেকের জীবন কষ্টে ভরপুর

রাতের রাজা বা কোনো জ্বিনকে আটক করা যাবে না


শরিয়ত সম্মত সুদবিহীন বিনিয়োগের জন্য তার প্রতিষ্ঠানকে বেছে নিতে দেশি-বিদেশি আলেম-ওলামাদের ব্যবহার করেন তিনি। প্রায়ই তাদের মাধ্যমে ওয়াজ এবং বয়ান করিয়ে প্রতি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিকে এহসান গ্রুপে বিনিয়োগ করতে আকৃষ্ট করেন প্রতারক রাগীব।

news24bd.tv/আলী