পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য, আগামী বুধবার থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন, বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ছে।
করোনা মহামারির ছোবলে দীঘ লকডাউনের পর খুলে দেয়া হয়েছে সব ধরনেল অফিস স্কুল।
এমন অবস্থায় সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক জানানো হয় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ ঠিক রাখতে বুধবার থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা বন্ধ রাখবে সরকার।
সরকারের এমন সিদ্ধান্তে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, এ কারণে নগরজুড়ে বাড়বে জানজট। এছাড়া চালকরা বলেন, দীঘ লাইনে দাড়িয়ে গ্যাস নিতে হবে তাদের, বাড়বে ভোগান্তি।
আরও পড়ুন:
বাংলাদেশে যারা গান শেখে, তাদের কোনো স্বপ্ন আছে কী?
তারকারা সবাইকে আনন্দে রাখেন, কিন্তু তাদের অনেকের জীবন কষ্টে ভরপুর
রাতের রাজা বা কোনো জ্বিনকে আটক করা যাবে না
এদিকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ছে। বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে রোববার এ খবর জানান।
জানান, ফলে ক্রয়বিধি মেনে আরও পাঁচ বছর বিদ্যুৎ ও জ্বালানি খাতের কেনাকাটার জন্য দরপত্র আহ্বান করতে হবে না।
news24bd.tv/আলী