আইপিএলের বাকি ম্যাচ খেলতে স্ত্রীকে নিয়ে দুবাই গেলেন মোস্তাফিজ

আইপিএলের বাকি ম্যাচ খেলতে স্ত্রীকে নিয়ে দুবাই গেলেন মোস্তাফিজ

অনলাইন ডেস্ক

আগে থেকেই জানা ছিল দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএল এর বাকি ম্যাচ খেলতে দুবাই যাবেন। আইপিএলের উদ্দেশে সাকিব এক দিন আগে গেলেও ভিসা জটিলতায় মোস্তাফিজের তার সঙ্গে যাওয়া হয়নি। যদিও দুই জনের একসঙ্গেই যাওয়ার কথা ছিল।

তবে ভিসা জটিলতা এক দিনের মধ্যেই সমাধান হয়েছে মোস্তাফিজের।

সাকিবের একদিন পর সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে সস্ত্রীক দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন কাটার মাস্টার।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি ম্যাচগুলো। নিজ দেশেই এই আসর শুরু হলেও শেষ করতে হচ্ছে আমিরাতে। কারণ করোনা মহামারির কারণে মাঝপথেই স্থগিত করতে হয়েছে আসরটি।

আরও পড়ুন


ইসলামে পরিমিত খাবার গ্রহণের গুরুত্ব

অতিরিক্ত অর্থ দাবি করায় হোটেলেই হাত-পা বেঁধে যৌনকর্মীকে হত্যা

'ছেলেদের সাথে বসা যাবে না, মানতে হবে ড্রেসকোড'

জানা গেল এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ


আসর স্থগিত হবার আগে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ। দলের হয়ে প্রত্যেকটি ম্যাচেই খেলেছেন। সাত ম্যাচে ওভার প্রতি ৮.২৯ গড়ে রান দিয়ে নেন ৮টি উইকেট।

আগামী ২১ সেপ্টেম্বর মোস্তাফিজের রাজস্থান রয়্যালস খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। তার আগে অবশ্য ৭ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে ফিজকে।

news24bd.tv এসএম