কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক

গাজীপুরের কাশিমপুর কারাগারে আবুল বাশার শামীম (৪৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কারাগারে অচেতন অবস্থায় পরে ছিল শামীম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়েদি শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

তিনি গণমাধ্যমকে বলেন, কাশিমপুর কারাগার থেকে এক কয়েদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই কয়েদি কী মামলায় কারাগারে ছিলেন তা জানা যায়নি।

তিনি আরও জানান, আবুল বাশারের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আবদুল্লাপুর গ্রামে।

তিনি ওই এলাকার মৃত কোরবান আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

news24bd.tv এসএম

আরও পড়ুন


নিম্নচাপের প্রভাবে খুলনায় ভারী বৃষ্টি, দুর্ভোগ চরমে

চাঁদা নিতে প্রবাসীর মাকে আটকে রেখে হেনস্তার ভিডিও ভাইরাল

বিশ্ববিদ্যালয় কবে খুলবে জানা যাবে আজ

সুড়ঙ্গে ঢুকে ১০৬ জন নিয়ে উধাও ট্রেন, খোঁজ মেলেনি ১১০ বছরেও