বন্দর কর্মচারীর মালিকানায় শত কোটি টাকার সম্পদ

Other

প্রায় শত কোটি টাকার সম্পদ বেরুলো বন্দরের এক সামান্য কর্মচারীর ঝুলি থেকে। অবৈধভাবে এসব সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ বন্দরের কর্মচারী নুরুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। রাতে রাজধানীর মোহাম্মাদপুর নবদয় হাউজিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাজধানীর মোহাম্মাদপুরের এই আলিশান ভবনটির মালিক টেকনাফ বন্দরের কর্মচারী নুরুল ইসলাম।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তার বাসাতেই অভিযান চালায় র‌্যাব। তিন ঘণ্টার শ্বসরুদ্ধকর অভিযান শেষ হয় ভোর ৫টায়।  

গ্রেফতার করা হয় ভবনটির মালিক নুরুল ইসলামকে। উদ্ধার করা হয় জাল টাকা ও বিপুল পরিমানে ইয়াবা।

র‌্যাব সূত্র জানায়, অভিযান চলাকালিন সময় পর্যন্ত তার সম্পদের পরিমাণ মিলেছে প্রায় একশ কোটি টাকা।

এদিকে, নুরুল ইসলামের বাড়ির দারোয়ান মোহাম্মদ লোকমান জানান, ঢাকা উদ্যানে বাড়ি ও বসিলায় বিশাল জায়গা যুড়ে শিশু পার্ক নির্মাণের কাজ করছেন। আর এসব করেছেন, আদা ও পেঁয়াজের ব্যবসা করে।

নুরুল ইসলাম কিভাবে এই সম্পদ অর্জন করেছে, আর কার কার কাছে এসব সম্পদ আছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

news24bd.tv নাজিম