আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের পশ্চিম কলোনি এলাকা থেকে ট্রেনে কাটা মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটির ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:


বন্দর কর্মচারীর মালিকানায় শত কোটি টাকার সম্পদ

আলোর পথে ফিরেছে দেশের শিক্ষা ব্যবস্থা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি

৩ হাজার কনস্টেবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ


ওই লাশের দেহ ও মাথা থেঁতলে টুকরো হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। জিন্স ও টিশার্ট পরিহিত নিহতের বয়স ২৫ থেকে ৩৫ বছর হতে পারে।

তবে পুলিশের ধারণা, রাতে আখাউড়া-ঢাকা রেলপথে চলাচলকারী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মৃত্যুর রহস্য ও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে রেলওয়ে পুলিশ।

news24bd.tv নাজিম