সৌদি আরবে কমেছে গাড়ি ক্রয়ে ঋণের পরিমাণ

অনলাইন ডেস্ক

সৌদি আরবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে গাড়ি ক্রয়ে ঋণ নেওয়ার পরিমাণ কমেছে। বিশ্বজুড়ে চলমান চিপ সঙ্কটের কারণে সঙ্কটের মুখে রয়েছে অটোমোবাইল খাত সরবরাহ।

আরব নিউজ জানায়, গেল জুনে শেষ হওয়া প্রান্তিকে গাড়ি ক্রয়ের জন্য গ্রাহকদের ৪১৪ কোটি ডলার ঋণ দিয়েছে সৌদি ব্যাংকগুলো। এ ঋণের পরিমান গেল বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ এবং প্রথম প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম বলে তথ্য দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

 

সৌদির আর্থিক সংস্থাগুলো দেশটিতে গাড়ি ক্রয়সংক্রান্ত ঋণ প্রদানে ব্যাংকের তুলনায় বেশি অবদান রাখে। প্রথম প্রান্তিকে সেসব প্রতিষ্ঠানের ঋণ প্রদানের পরিমাণ কমেছে ৯ দশমিক ৫ শতাংশ। চিপ স্বল্পতার কারণে চলতি বছর বিশ্বের গাড়ি উৎপাদন খাত ১১ হাজার কোটি ডলার রাজস্ব হারাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

news24bd.tv নাজিম