বুধবারই ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না

বুধবারই ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিনে ৬ ঘন্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বুধবার থেকে।  

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানানো হয়।

বৈঠকে ছয় ঘণ্টার পরিবর্তে সিএনজি ফিলিং স্টেশন ৩ ঘণ্টার বেশি বন্ধ না রাখার প্রস্তাব দেয়া হয়। এসময় পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানায়, সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তারপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আরও পড়ুন


জাপানি সেই মায়ের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

সাতক্ষীরায় ভাই-ভাবী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় ছোট ভাইয়ের ফাঁসির আদেশ

বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ: ওবায়দুল কাদের

চাকরিতে বয়সসীমা বাড়ানো নিয়ে যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী


পেট্রোবাংলা ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, ‘আমরা সরকারের কাছে বন্ধের সময় ৩ ঘণ্টা এবং কাল (বুধবার) থেকে বন্ধ না করে আরও দুই থেকে চার দিন পর বন্ধ করার অনুরোধ করেছি। ’

এর আগে সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গাড়িতে আবারও সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

news24bd.tv এসএম