নীলফামারীতে বিমান কোস্টার সার্ভিস উদ্বোধন

নীলফামারীতে বিমান কোস্টার সার্ভিস উদ্বোধন

Other

নীলফামারীতে যাত্রী পরিবহন সেবা নিশ্চিত করতে কোস্টার সার্ভিস চালু করেছে বাংলাদেশ বিমান। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ বিমানে যাতায়াতকারী রংপুর ও দিনাজপুর জেলার যাত্রীরা বিনা খরচে সৈয়দপুর বিমানবন্দরে যাতায়াত সুবিধা ভোগ করবেন।

আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিমানের কোস্টার সার্ভিস পরিচালনা বিষয়ক মত বিষয়ক সভায় এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ বিমানে যাতায়াতকারী রংপুর ও দিনাজপুর জেলার যাত্রীরা বিনা খরচে সৈয়দপুর বিমানবন্দরে যাতায়াত সুবিধা ভোগ করবেন।

প্রধান অতিথি হিসেবে সভায় এসব তথ্য উপস্থাপন করেন বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অথিতি হিসাবে ছিলেন, বাংলাদেশ বিমান পরিবহনের জিএম মেজর মোহাম্মদ তাইজ, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর সার্কেল মোখতারুল ইসলাম, সৈয়দপুর বিমান বন্দরের ব্যাবস্থাপক হারুন অর রশিদ,নীলফামারী চেম্বার অফ কর্মাস এর সাবেক সভাপতি শফিকুল ইসলাম ডাবলু, সাবেক সভাপতি অহেদ আলী সরকার, ব্যবসায়ী, শ্রমিক নেতা, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ফিতা কেটে কোস্টার সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর