দেশের মানুষ এতোটা খুশি হবে ভাবতে পারিনি

প্রীতম আহমেদ

দেশের মানুষ এতোটা খুশি হবে ভাবতে পারিনি

Other

বাংলাদেশে জন্মে ইউরোপ আমেরিকার মেইনস্টিম সোসাইটির যে কোন পেশাতেই কাজ করা অনেক কঠিন। সবকিছু শুরু থেকে শুরু করতে হয়। আমাদের গায়ের রং, মুখের ইংরেজি, সার্টিফিকেটের মান, আ্যাটিকেট, ম্যানার, হিউমার কোনটাই এসব দেশে জন্ম নেওয়াদের স্ট্যান্ডার্ডে থাকে না।

শুধু সাহস আর শেখার আগ্রহ ওভার দা টপ।

আর ওটা দিয়েই বঙ্গসন্তানেরা যে যেখানে আছি গুটিশুটি পায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বৃটেনে আমার একার চেষ্টায় খুব সামান্যই এগিয়েছি। তাতেই দেশের মানুষ এতোটা খুশি হবে ভাবতে পারিনি।  

আরও পড়ুন:


বন্দর কর্মচারীর মালিকানায় শত কোটি টাকার সম্পদ

আলোর পথে ফিরেছে দেশের শিক্ষা ব্যবস্থা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি

৩ হাজার কনস্টেবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ


সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আমি আমার সাধ্যমত নিয়মিত কাজ করে যাচ্ছি। দোয়া করবেন, যেন আমার কাজ দিয়েই আপনাদের সকলের প্রত্যাশা পূর্ণ করতে পারি।

লেখাটি প্রীতম আহমেদ- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv নাজিম