জামালপুরে হঠাৎ তিন ছাত্রী নিখোঁজ, প্রতিষ্ঠান বন্ধ

জামালপুরে হঠাৎ তিন ছাত্রী নিখোঁজ, প্রতিষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক

জামালপুরের ইসলামপুরে মীম, মনিরা ও সূর্য ভানু নামে তিন মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ তিনজনই দারুত তাক্কওয়া মহিলা কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজন শিক্ষককে আটক করা হয়েছে।

বন্ধ করে দেওয়া হয়েছে মাদরাসার পাঠদান।

নিখোঁজ শিক্ষার্থীরা হচ্ছে- উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা খাতুন (১১) ও সুরুজ্জামানের মেয়ে সূর্য ভানু (১০)।

আরও পড়ুন: 


মোংলা বন্দরে চাল ও সার বোঝাই জাহাজের পণ্য খালাস বন্ধ

দুই শিশুকে ধর্ষণের দায়ে ৬০ বছর কারাদণ্ড

ঘাস সংগ্রহ করতে নাগর নদী পার হচ্ছিল মৃত দুই নারী

নীলফামারীতে বিমান কোস্টার সার্ভিস উদ্বোধন


গত রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাত থেকে তারা নিখোঁজ হয়।

এ ঘটনায় পরদিন সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

news24bd.tv তৌহিদ